ঢাকা (বিকাল ৩:৩৯) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সাপাহারে রিক’র উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১১:৫৭, ১ অক্টোবর, ২০১৯

”বয়সের সমতার পথে যাত্রা” এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসুচি পালনের মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে ১লা অক্টোবর“আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০১৯ পালিত হয়েছে।
এম.এ ইউসুফ, নওগাঁ প্রতিনিধিঃ বে-সরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) প্রায় দুই যুগ ধরে প্রবীণদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
রিকে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আর্থীক সহায়তায় প্রবীণদের কল্যাণে কর্মসূচী বাস্তবায়ন করে আসছে যার মূল লক্ষ্য হচ্ছে দরিদ্র এবং দুস্থ প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রাখা। ‘প্রবীণ কল্যাণ কর্মসূচি’ এর আওতায় “আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রিক নওগাঁ-১ এরিয়ার উদ্যোগে এ দিন সকাল ১০টায় সাপহার উপজেলা সদরের জিরো পয়েন্টে বর্ণাঢ্য র‌্যালী শেষে মানব বন্ধন ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল হাই নিউটন,সমাজ সেবা অফিসার কাজী মোঃ আবুল মুনসুর,উপজেলা ভাইস চেয়ারম্যন আব্দুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস  সরকার, রিক-নওগাঁ-১ এর এরিয়া ম্যানেজার কামরুল হাসান,  শাখা ব্যবস্থাপক রানা আহম্মেদ, পিও স্যোসাল মিজানুর রহমান,রবিউল ইসলাম, টেকনিক্যাল অফিসার বকুল শাহ সহ সংস্থার এরিয়া ও বিভিন্ন শাখা পর্যায়ের কর্মকর্তা, জন প্রতিনিধি, সমাজসেবী ও  সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT