ঢাকা (রাত ১:৫১) মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাপাহারে খেলার সময় বজ্রপাতে নিহত-২

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) Clock রবিবার রাত ১১:৪২, ২৩ আগস্ট, ২০২০

নওগাঁর সাপাহারে পৃথক স্থানে খেলার সময় ও বাড়ি ফেরার পথে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১ জন আহত হয়েছে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, রোববার (২৩ আগস্ট) দুপুর ১ টা ৩০মিনিটে উপজেলা সদরের গোডাউন পাড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে শফিকুল (১৩) বাজার থেকে বাড়ি ফিরছিল এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

অপর দিকে শিরন্টি ইউনিয়নের তাঁতইর গ্রামের আফজাল হোসেনের ছেলে হাফিজুর রহমান (১৫) গোসল করার জন্য বাড়ির কাছে পুকুরের পাশে স্কুল মাঠে খেলা করছিল এমন সময় এই বজ্রপাত ঘটে এবং পাশে থাকা একই গ্রমের আলমগীর হোসেনের মেয়ে নাজিফা (১১) বজ্রপাতে আহত হয়। সঙ্গে সঙ্গে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ও হাফিজুর রহমানকে মৃত বলে ঘোষনা করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT