ঢাকা (রাত ১:০৯) মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাপাহারে খাড়ি থেকে কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার

গোলাপ খন্দকার, সাপাহা (নওগাঁ) গোলাপ খন্দকার, সাপাহা (নওগাঁ) Clock মঙ্গলবার রাত ১০:০০, ২৫ আগস্ট, ২০২০

নওগাঁর সাপাহারে খাড়ি থেকে নুরুন্নবী (৬২) নামে এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সাপাহার থানা পুলিশ।

জানাগেছে, সাপাহার উপজেলার বাদ নিশ্চিতপুর গ্রামের মৃত আলী মন্ডলের ছেলে নুরুন্নবী রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বাগানের কাজ শেরে আর বাড়িতে ফিরে আসেনি। সে ফিরে না আসায় পরিবারের লোকজনসহ এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি শুরু করেন। তার কোন সন্ধ্যান পাওয়া না গেলেও পরদিন খাড়িতে কৃষক নুরন্নবীর পরনের লুঙ্গী ও সাথে থাকা কোদাল দেখতে পায় এলাকাবাসী। তখন এলাকাবাসীর মনে কৌতুহল জাগে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন স্থানীয় থানায় বিষটি জানালে মঙ্গলবার সকালে সাপাহার থানা পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিস টিমের ডুবুরি দল গোয়ালা ইউনিয়নের বটতলা ডাঙ্গা খাড়ির সুইচগেট এলাকা হতে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে। এলাকাবাসী মনে করছেন বাড়ি ফেরার পথে খাড়িতে পড়ে তার মৃত্যু হতে পারে।

লাশ উদ্ধারের বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটনের সাথে কথা হলে তিনি বিষয়টির সত্যতা স্বীকার করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT