ঢাকা (সন্ধ্যা ৬:৪২) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সান্তাহার রেল পুলিশের অভিযানে নেশার ইনজেকশন ও ফেন্সিডিলসহ ৪ নারী ও ১ যুবক আটক

বগুড়া জেলা ২৫৮০ বার পঠিত

মিরু হাসান বাপ্পী, বগুড়া মিরু হাসান বাপ্পী, বগুড়া Clock রবিবার রাত ০৯:২৫, ১৯ জুলাই, ২০২০

উত্তরাঞ্চল থেকে ট্রেন পথে দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে মাদক। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ গত তিন দিন পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারও ৩ নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার নায়নপুর বর্তমান ঢাকার আশুলিয়ায় ভাড়ার বাসায় বসবাসকারী মৃত শাহাদত হোনে জুয়েলের স্ত্রী ববি (৪০) কাশিপুর বাংলা বাজার এলাকার মৃত হাশেম মিয়ার মেয়ে সোহেদা আকতার (৩০) ও রিমা বেগম (৩০)।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানান, গত শুক্রবার বেলা সাড়ে ১১ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোশারফ হোসেন সংঙ্গীয় ফোর্সসহ কুড়িগ্রাম থেকে –ঢাকাগামী আন্তঃনগড় কুড়িগ্রাম ট্রেন তল্লাশি করে ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ তাদের গ্রেতার করেছে। অপরদিকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এটিএস আই আবু বক্কর সিদ্দিক সংঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জয়পুরহাট রেল ষ্টেশন এলাকার সমজিদের পাশ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ পাবনার মনসুরাবাদ এলাকার হামিদপুররের আব্দুলাহ খানের ছেলে মোঃ রাকিব খান (১৯) কে গ্রেফতার করেন এবং শাকিব (১৯) নামের অপর এক যুবক পালিয়ে যায়।
এছাড়াও গোপন সংকবাদের ভিত্তিতে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে সান্তাহার রেরওয়ে থানার এস আই নুর মোহাম্মদ ও এস আই মোস্তফা কামাল সংঙ্গীয় ফোসৃসহ কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম ট্রেন তল্লাশি করে ২৮০ পিস নেশার এ্যাম্পল ইনজেকশানসহ সোহাগী খাতুন (৩৫) নামের এক নারী মাদক পাচারকারীকে গ্রেফকার করা হয়। সে জয়পুরহাটের পাচবিবি উপজেলার আইমা রসুলপুর মৃত জহুরুলের স্ত্রী। এবিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামরা দায়ের করা হয়েছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT