ঢাকা (রাত ৮:১০) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ০৯:১৪, ১৫ আগস্ট, ২০২০

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ে সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ভোরে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করাসহ প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকমণ্ডলি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় স্বাস্থবিধি মেনে শিক্ষক মিলনায়তনে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী,বঙ্গবন্ধুর জীবনী, নিবেদিত কবিতা পাঠ ও আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দুয়া অনুষ্ঠান করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, সহঃ প্রধান শিক্ষক গাজী শাহজাহান সিরাজ, সহঃ শিক্ষক লতিফা খাতুন, মোহাম্মদ জহুরুল ইসলাম, শাহাজান সিরাজ, উত্তম কুমার দাশ, রাজিয়া খাতুন, অরুণ কান্তি সানা, বিকাশ কুমার দত্তসহ কর্মচারীগণ তথা একরামুল কবীর, আইয়ুব হোসেন, নুরুল ইসলাম ও অমল কান্তি। এসময় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা পাঠ করেন গাজী শাহজাহান সিরাজ, অরুণ কান্তি সানা, বিকাশ কুমার দত্ত, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন মোঃ শাহাজান সিরাজ, উত্তম কুমার ও রাজিয়া খাতুন। সর্বশেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুয়া করা হয়, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোহাম্মাদ জহুরুল ইসলাম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT