ঢাকা (সকাল ৭:১৬) সোমবার, ২০শে মে, ২০২৪ ইং
শিরোনাম
Meghna News দাউদকান্দিতে অগ্রজের মৃত্যু শোকে অনুজের মৃত্যু, বোনের হার্ট ফেইল Meghna News টানা দরপতনে পতনে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা Meghna News বাংলাদেশী পঞ্চম এভারেস্ট জয়ী বাবর আলী Meghna News ২০৩০ সালে ঢাকা হবে দাবদাহে শীর্ষ ১০ নগরীর একটি! Meghna News চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা কেড়ে নিলো ৪ জনের প্রাণ Meghna News শিয়া (ইয়েমেন) ও সুন্নির (হামাস) মধ্যে কার্যকর ঐক্য মুসলিম ঐক্যের প্রতীক Meghna News প্রচণ্ড যুদ্ধ চলছে রাফাহসহ সমগ্র গাজায় Meghna News হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট Meghna News সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, দায় কার? Meghna News প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দাউদকান্দিতে আলোচনা সভা ও র‍্যালী

সাঘাটায় বেহাল সড়কের বেহাল দশা



গাইবান্ধার সাঘাটা উপজেলার ভন্নতের বাজার-কাঠালতলী বাজারে সড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধিনে, পুরো এ সড়ক জুড়ে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথ চলাচলের জন্য তা অযোগ্য হয়ে পড়েছে। প্রয়োজনের তাগিদে চলাচল করতে গিয়ে জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ভন্নতের বাজার সংলগ্ন সেতুর বাম থেকে দক্ষিণে কাঠালতলী বাজার পর্যন্ত (ভন্নতের বাজার-কাঠাল তলী) এ  সড়ক। আনুমানিক ২০ বছর আগে এলজিইডি’র অর্থায়নে ১০ ফুট চওড়া এবং প্রায় দেড় কিঃমিঃ দৈর্ঘ্য এ রাস্তাটি পাকাকরণ করা হয়। পরবর্তীতে রাস্তাটি আর সংস্কার করা হয়নি।

দীর্ঘ সময় ধরে সড়কটির সংস্কার কাজ না করার কারণে দিন দিন সড়কের কার্পেটিং উঠে মাঝেমধ্যে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ছে। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন কচুয়া ,ওসমানের পাড়া, পাঠানপাড়া, উল্যাসোনাতলা, চন্দনপাঠ, বড়াই কান্দি, ঝৈলতলা, গজারিয়া, কামালের পাড়া, গড়গড়িয়া সহ দুইটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন হাট-বাজার ও বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। প্রয়োজনের তাগিদে বেহাল এ সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারন পথচারীদের।

বড়াইকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক ছাইদুর রহমান বলেন, এই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। বিভিন্ন গ্রামের লোকজন ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এ সড়কে যাতায়াত করে। রাস্তা ভাঙ্গাচুরার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন জানান, রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন সহ অসংখ্য মানুষ চলাচল করে। জনগুরুত্বপূর্ণ সড়কটির পুরো অংশের পাকা নষ্ট হয়ে মাঝে মাঝে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়কটিতে সব ধরণের যান চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। অথচ সংস্কারের ব্যাপারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। জরুরী ভাবে সড়কটি সংস্কার হওয়া দরকার। তা না হলে আগামী বর্ষা মৌসুমে এর চেয়েও বেশী ক্ষতিগ্রস্ত হবে।

এ ব্যাপারে সাঘাটা উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলামের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। পরে উপ-সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ এর সাথে কথা হলে তিনি জানান, সড়কটির টেন্ডার এখনও হয়নি। কবে সড়কটি সংস্কার করা হবে তা তিনি সুনির্দিষ্ট করে জানেন না বলে জানান।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT