ঢাকা (বিকাল ৫:১৪) সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক বিচারপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বুধবার রাত ০২:০৭, ১৬ মার্চ, ২০২২

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক বিচারপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান(৭১)। গত সোমবার সকাল অনুমান ১১ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামে তার নিজ বাড়িতে জেলা পুলিশের একটি চৌকস দল সাবেক বিচারপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমানরে লাশের প্রতি রাষ্ট্রীয় গার্ড অব অর্নারের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

এ সময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বিচারপতি খুরশিদ আলম সরকার, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান, সাঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়ারেছ আলী প্রধান, গাইবান্ধা জেলা বার এসোশিয়েশনের সভাপতি, সম্পাদক সহ সকল আইনজীবি, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তারা সাবেক বিচারপতি ও বীরমুক্তি যোদ্ধার মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাবেক বিচারপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ছেলে চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আশেক ইমাম জানান, তার পিতা বিচারপতির দায়িত্ব পালন করা ছাড়াও তিনি বিগত ১৯৭৮ সালে প্রথমে দিনাজপুর জেলায় মুনসেফ হিসেবে যোগদান করার পর কুমিল্লা, ময়মনসিংহ ও ঢাকায় চাকুরি করেছেন। এসময় তিনি আইন মন্ত্রানাণয়ের উপ-সচিব, ওয়েজ বোর্ডের চেয়ারম্যান, যুগ্ম সচিবসহ বিভিন্ন পদে চাকুরি করেছিলেন।

বিগত ২০১৮ সালে তিনি বিচারপতি থেকে অবসরে যান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT