ঢাকা (সকাল ৬:০৬) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাংবাদিকের সাথে পুলিশের অসৌজন্যমূলক আচরনের প্রতিবাদে দাউদকান্দি থানার সামনে মানববন্ধন

সাংবাদিকের সাথে পুলিশের অসৌজন্যমূলক আচরনের প্রতিবাদে দাউদকান্দি থানার সামনে মানববন্ধন
সাংবাদিকের সাথে পুলিশের অসৌজন্যমূলক আচরনের প্রতিবাদে দাউদকান্দি থানার সামনে মানববন্ধন

Alauddin Islam Alauddin Islam Clock বুধবার বিকেল ০৪:০৭, ২৫ এপ্রিল, ২০১৮

লিটন সরকার বাদল, দাউদকান্দি (কুমিল্লা) থেকে॥ গত ২৩ এপ্রিল রাজধানীর পল্টনে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা টিভির সিনিয়র রিপোর্টার আরমান কায়সার ও ক্যামেরা পার্সন মানিকের সাথে ডিএমপি ডিসি আনোয়ার হোসেনের অসৌজন্য মূলক আচরনের বিরুদ্ধে নিন্দা, প্রতিবাদ ও ডিসি আনোয়ারে দৃষ্টান্ডমূলক শাস্তির দাবিতে আজ ২৫ এপ্রিল সকাল ১০ টায় দাউদকান্দি মডেল থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দাউদকান্দিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

এ সময় উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে ডিসি আনোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তি সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনকারী সকলের শাস্তি দাবি করেন। তারা সাগর-রুনি হত্যাকারীদেরও খুজে বের করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান। নতুবা সারাদেশে সাংবাদিক ঐক্য গড়ে বৃহত আন্দোলনের ডাক দেয়ার ঘোষনা দেন।

বাংলা টিভির স্থানীয় প্রতিনিধি এস এম সালাহ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমএ করিম সরকার বাংলাদেশ প্রতিদিন, আলী হোসেন বাবুল যুগান্তর, মোঃ জসীম উদ্দিন মোল্লা দৈনিক সংবাদ,সৈয়দ শরীফ আহমেদ মোহনা টিভি, রাশেদুল ইসলাম লিপু সমকাল, মোহাম্মদ আলী শাহীন আমাদের সময়,ওমর ফারুক মিয়াজী কালের কণ্ঠ,মোঃ হাসানুজ্জামান বিজয় টিভি, আলী নেওয়াজ দৈনিক ইনকিলাব, মামুনুর রশিদ রুবেল দৈনিক ভোরের ডাক, শামিম রায়হান জনকণ্ঠ, লিটন সরকার বাদল দি এশিয়ান এইচ, জাকির হোসেন হাজারী ভোরের কাগজ, জহিরুল ইসলাম জিলু মাই টিভি,শহিদুল্লাহ সাদা মানব কণ্ঠ,আলমগীর হোসেন কুমিল্লার কাগজ,কামরুল হক চৌধুরী কুমিরøার কাগজ টিভি,আমির হোসেন আমু ভোরের পাতাু,ওমর ফারুক একাত্তর বাংলা টিভি, মোশায়ারা আক্তার জলি আমাদের অর্থনীতি,হোসাইন মোহাম্মদ দিদার খবরপত্র,মোক্তার হোসাইন মানবজমিন,শরীফ প্রধান আলোকিত বাংলাদেশ,হানিফ খান নয়া দিগন্ত,আবদুর রহমান ঢালী প্রথম আলো,সোহেল কুমিল্লা.টিভি,মোঃ সালাউদ্দিন আমার সংবাদ, আলী আশরাফ খান, কবি ও কলামিষ্ট, সাইফুল ইসলাম স্বপন সংগঠক, মোঃ মকবুল হোসেন বাংলা টিভি(গজারিয়া),মোঃ জাকির হোসেন আমার বাংলাদেশ,ইব্রাহিম খলিল আমাদের কুািমল্লা,আনিস খান দৈনিক বর্তমান,মোঃ সেলিম দৈনিক জনতা, ,শাহাদাত হোসেন সাকু সরেজমিন, এস এফ ফিরোজ জেটিভি, প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT