সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড পেলেন কাউন্সিলর মাসুদ
মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার বুধবার বেলা ১২:১৩, ২ ডিসেম্বর, ২০২০
সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড পেলেন মৌলভীবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ আহমদ যিনি নাকি মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনগণের ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল, ন্যায় পরায়ন দানবীর ও সুবিচারক হিসেবে সারা জেলায় পরিচিত মুখ, সমাজ সেবার জন্য সুদুর যুক্তরাজ্যে ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন পরিবার ছেড়ে দেশেই মানব সেবায় সার্বক্কনিক বিশেষ অবদান রেখে যাচ্ছেন, যার দরুন তার নির্বাচনি এলাকার ৯ নং ওয়ার্ড বাসি তাকেই বার বার বিপুল ভোটে নির্বাচিত করে যাচ্ছেন।
মাসুদ আহমদ বলেন ১৯৯৮ সালে ৯নং ওয়ার্ডের জনগন আমাকে বিনা প্রতিদ্দন্দিতায় কাউন্সিলর নির্বাচিত করে জনগনের সেবা করার সুযোগ করে দেন সেই থেকেই জনগনের ভালোবাসার বদৌলতে আজ ২২ বছর যাবৎ আমি জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সম্ভব নিশ্বার্থভাবে মৌলভীবাজার জেলা বাসির পাশে থেকে আমার জেলার সর্বস্থরের জনগনের সেবা করে যাচ্ছি।
যার জন্য আমাকে দুষ্কৃতকারীরা বার বার হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেই যাচ্ছে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন হুমকির সমমুখীন হতে হচ্ছে, আমি মনে করি ন্যায় বিচারের সার্থে যতই ঝড়তুফান হুমকি ধামকি আসুকনা কেনো আমার জেলার জনগন যদি আমার পাশে থাকেন তাহলে আমি যতদিন বেঁচে থাকবো ততোদিন অন্যায় অনাচার ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবো।
আমি যতদিন বেঁচে থাকবো ততোদিন নিরলসভাবে সারা জেলাবাসির সেবা করে যাবো ইনশাআল্লাহ,আমি মনে করি সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য আজ আমাকে যে মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ডে ভূষিত করা হয়েছে এটা আমার একা নয় এটা আমার সারা মৌলভীবাজার জেলা বাসির, আজ যদি জেলা বাসি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে জেলা বাসির সহযোগিতা না পেতাম তাহলে আজ মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড পেতামনা।
মাসুদ আহমদ মৌলভীবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড়কাপন এলাকার মরহুম আলা মিয়া ও মরহুমা আলতা বুন নেছার ৩ ছেলের মধ্যে সবার বড় ছেলে, যাহার জন্ম ৩/৬/১৯৫৩ ইং মৌলভীবাজার পৌরসহরের ৯ নং ওয়ার্ডের বড়কাপন এলাকায়।