ঢাকা (বিকাল ৩:০৯) বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সমাজ সংস্কার : তোফায়েল আহমেদ সাগর

বাংলা সাহিত্য ২১০৭৬ বার পঠিত
সমাজ সংস্কার : তোফায়েল আহমেদ সাগর
সমাজ সংস্কার : তোফায়েল আহমেদ সাগর

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:৩১, ২১ মে, ২০১৯

মানুষের নৈতিক দিকগুলো এখন আর আগের
মত নেই, নিদারুণ বেদনাদায়ক,
তরুণরা মরণ মাদকে আক্রান্ত, অসুস্থ সমাজ
রক্ষক ভক্ষক,নাহি সমাজ সেবক।

আধুনিক প্রজন্মরা মিডিয়ার মন্দে আসক্ত
চারিদিকে মিথ্যে দুষিতের চমৎকার জয়,
ভালো থাকাকে মানুষ দূর্বলতা ভাবে, খারাপ
কাজ ঘোষণা জাহির ও দেখায় ভয়।

সততা নিষ্ঠা আজ গুরুত্বহীন,রাজনীতির ছত্র
ছায়ায় দ্রুত হয় বিত্তশালী,
আড়ালে বিড়াল নাচে,প্রকাশ্যে ভালো মানুষ সাজে,দেখায় শক্তিশালী।

গডফাদারের দাপট, ফলে ফরমালিনের বিষ
বড় বড় কোম্পানীর খাদ্যে ভেজাল,
মানুষ মরছে, আইন থাকলে ও তার প্রয়োগ
নেই, যথাযথ কর্তৃপক্ষ স্বার্থের মিলায় তাল।

রাতের সাথে গালাগালি নেশাখোর মাতালের
চাঁদাবাজি,হয়রানি অপপ্রচার,
ঘুষ, দূর্নীতি, অপকর্ম, ধর্ষণ, ইপটেজিং কুৎসা
নারী কেলেন্কারী নির্যাতন অহরহ ব্যপার।

বিপন্ন সমাজ, অর্থের লোভে মানুষ খুন করে
অন্যায় কাজ করে বুক ফুলায়,
কিছু নির্লজ্জ বেহায়া, অমানুষের কাছে অতি
সাধারণ মানুষ জিম্মি,অন্তর জ্বালায়।

বেকারের নাই আকার, সু- চিন্তায় গতি মন্থর
অন্ধ অহমিকা আকাশ ছোঁয়া দাম্ভিকতা,
সমাজের স্তরে স্তরে রুগ্নতা,মলিনতা কুসংস্কার
দলবাজি, দু -নম্বরী,মানব পাচার পরাধীনতা।

চোরাকারবারী বন্দ হচ্ছে না, উপরে ফিটফাট
ভেতরে সদরঘাট,কোথায় কলম যোদ্ধারা?
যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে
হবে,আলোর পথ,দেখাও যারা পথহারা।

মুক্তি যুদ্ধের চেতনার বিদ্রোহী প্রতিবাদ ছড়িয়ে
দেওয়া সব সমাজেই অতীব দরকার,
দেশ প্রেমিক সামাজিক সেবকরাই সংস্কারক,
দূর করবে অন্ধকার, করবে সংস্কার।

জ্বলে উঠুক আলো,সুস্থতা ফিরে আসুক সমাজে
ঘুম থেকে জাগো তরুণ,জ্বালাও অরুণ অধিকার,
দৃষ্টির বৃষ্টিতে পিতা মাতার বুক ভাসবেনা,লেখকরা
লিখবে,হবে সমাজ সংস্কার,সচেতনতা দেবে উপহার।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT