ঢাকা (ভোর ৫:১১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শেখেরগাঁও হিলফুল ফুযুল যুব সংঘের ইফতার সামগ্রী বিতরণ

শেখেরগাঁও হিলফুল ফুযুল যুব সংঘের ইফতার সামগ্রী বিতরণ
প্যাকেটকৃত ইফতার সামগ্রী

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock মঙ্গলবার রাত ০২:৫০, ২১ এপ্রিল, ২০২০

কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের ১২০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেয় গ্রামের কিছু তরুনের সমন্বয়ে গঠিত “শেখেরগাঁও হিলফুল ফুযুল যুব সংঘ”।

রবিবার ১৯এপ্রিল দুপুর থেকে তালিকাভুক্ত ১২০ পরিবারের নিকট ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করে এই সামাজিক সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি হাফেজ মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আমরা সব সময় অসহায় মানুষের পাশে আছি। করোনায় আমরা সচেতনতা মূলক বিভিন্ন পদক্ষেপ ও নিয়েছে। সবাই কাছে দোয়া চাই। যেন সমাজের উন্নয়ন মূলক কাজে অংশগ্রহন করতে পারি। সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই সুষ্ঠু ভাবে কার্যক্রম সম্পূর্ণ করার জন্য। ইফতার সামগ্রী বিতরণকালে সভাপতি হাফেজ মোহাম্মদ সুমন মেঘনা নিউজ-কে এসব কথা বলেন।

তিনি আরো জানান, তাদের এই কার্যক্রম শুধু শেখেরগাঁও গ্রামেই নয় বরং পার্শ্ববর্তী গ্রামগুলোকেও আওতাভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সংগঠনের এই উদ্যোগে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT