লোহাগড়ার কাশিপুর ইউনিয়নে নৌকার অফিস ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি রবিবার বিকেল ০৪:১৫, ১৯ ডিসেম্বর, ২০২১
নড়াইলের লোহাগড়ার কাশিপুর ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থীর দুটি নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা যায়, লোহাগড়ার কাশিপুর ইউপির ৮ নং ওয়ার্ডের বসুপটি বাস স্ট্যান্ডে ও ৪নং ওয়ার্ডে বাহিরপাড়া গ্রামে নৌকা প্রতিকের প্রার্থী মোঃ মতিয়ার রহমানের নির্বাচনী অফিস ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
নৌকা প্রতিকের প্রার্থী মোঃ মতিয়ার রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতিক দিয়েছেন। আমার বিজয় সুনিশ্চিত ভেবে দুর্বৃত্তরা আমার নির্বাচনী অফিস ভাংচুর করাসহ আগুন ধরিয়ে একাংশ পুড়িয়ে দিয়েছে। আমি প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
৮ নং ওয়ার্ডের আ‘লীগের সভাপতি নুর মোহাম্মদ, ৪ নং ওয়ার্ডের আ‘লীগের সভাপতি মোঃ জহুরুল হক ও বাহির গ্রামের মোঃ শমসের শেখ বলেন, আমরা গত রাত ১২ টার সময় নৌকার অফিস থেকে বাড়িতে গিয়েছি। ভোরে অফিসে এসে দেখতে পাই প্রতিপক্ষরা নৌকার অফিস ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
এদিকে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আজিজুর রহমান আর্জুর সমর্থক ওই ইউনিয়নের আ‘লীগের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম বলেন, আমাদের বিজয় সুনিশ্চিত ভেবে নৌকার প্রার্থী যড়যন্ত্র করছে।
স্বতন্ত্র প্রার্থী মোঃ আজিজুর রহমান আর্জু বলেন, আমি নৌকার বিপক্ষে নই, আমি ব্যাক্তির বিপক্ষে নির্বাচন করছি। আমার বিজয় সুনিশ্চিত ভেবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্ঠা করছে। প্রশাসনের প্রতি জোর দাবী সঠিক তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
কাশিপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত লোহাগড়া থানার এস,আই মোঃ লুৎফর রহমান বলেন, কাশিপুর ইউনিয়নের বসুপটি ও বাহিরপাড়া গ্রামের নৌকার অফিস ভাংচুর ও পোড়ানোর খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে দেখে এসেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।