লাইনচ্যুত ট্রেনের বগি থেকে তেল সংগ্রহে মানুষের ভীড়
ইবাদুর রহমান জাকির,সিলেট শনিবার সন্ধ্যা ০৬:৪৬, ৭ নভেম্বর, ২০২০
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রেনটি সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়।
এদিকে তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ায় তেল ছড়িয়ে পড়েছে রেললাইনে ও আশপাশে। এই তেল সংগ্রহ করতে ভিড় করছে সাধারণ মানুষ। যে যেভাবে পারছেন তেল সংগ্রহ করছেন । কেউ বালতিতে করে কেউ গ্লাসে–মগে আবার কেউ ডেস্কি নিয়ে তেল সংগ্রহ করছেন। রীতিমত উৎসবের আমেজে চলছে তেল সংগ্রহ করছে।
শত শত মানুষ তেল সংগ্রহ করছে। স্থানীয়রা বলছেন– ট্রেনের বগিগুলোতে ডিজেল ছিল।
শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন জানান, সাতটি বগি লাইনচ্যুত হওয়ার পর সাধারণ মানুষ তেল সংগ্রহ করছে। বগিগুলোতে এক লাখ ৬০ হাজার লিটার অকটেন, ডিজেল ও কেরোসিন ছিল।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।