রেখা মেমোরিয়্যাল ডায়াবেটিকস্ সমিতির বর্ষপূর্তিতে র্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি
শনিবার রাত ০৯:৫৮, ১২ অক্টোবর, ২০১৯
গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ): বাঁচতে হলে, হাঁটতে হবে, কথাটিকে স্মরণ করে নওগাঁর সাপাহারে অবস্থিত রেখা মেমোরিয়্যাল ডায়াবেটিকস্ সমিতির ১বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদরের জিরো পয়েন্টে সমিতি অফিসের গেট থেকে এক বর্ণীঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডায়াবেটিকস্ সমিতির অফিস হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি সবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ডায়াবেটিকস্ সমিতির বিভিন্ন কর্মকান্ডের উপর আলকপাত করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকরী ভূমি কমিশনার মো: সোহরাব হোসেন, দিঘীর হাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, ডায়াবেটিকস্ সমিতির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল বারি শাহ চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান মো: আকবর আলী, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী বেনু, ডায়াবেটিকস্ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সমাজসেবি মোতাহার চৌধুরী প্রমুখ বক্তব্য প্রদান করেন।