ঢাকা (রাত ১১:২৪) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাণীনগরে কৃষকদের মাঝে ধান কাটা ও মাড়াই মেশিন বিতরণ

নওগাঁ জেলা ২৩৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৯:১৮, ১৬ এপ্রিল, ২০২০

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে কৃষকদের মাঝে দুইটি কম্বাইন হারভেস্টার (ধান কাটা ও মাড়াই) মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কাশিমপুর গ্রামের রেজাউল করিমকে একটি ও ঝিনা গ্রামের সিরাজুল ইসলাম চাঁদকে একটি মেশিন দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সাংসদ ইসরাফিল আলম। এছাড়া রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেল এর তত্ত্ববধানে পরিচালন বাজেটের আওয়তায় সরকারি ৫০% ভূর্তকি  মূলে কৃষকদের মাঝে এ দুইটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT