ঢাকা (রাত ১:১২) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

যাত্রীবাহী বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত: আহত অন্তত ২০

নওগাঁ জেলা ২৪৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০২:১৬, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

এমএ ইউসুফ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় যাত্রীবাহী হানিফ বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রবিউল ইসলাম নিহত হয়েছে। এই মর্মান্তক ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ডাক্তারের মোড় নামক স্থানে। নিহত রবিউলের বাড়ী নিয়ামতপুর উপজেলায়।
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে নওগাঁ গামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ডাক্তারের মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে পিকআপচালক রবিউল নিহত হয় এবং বাসের যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়। পরে খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। এসময় কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহওয়ার্দী হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT