ঢাকা (দুপুর ১২:১২) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যাচাই-বাচাই শেষে ৪ প্রার্থীকে বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১০:২৭, ২ মার্চ, ২০২০

তারেক আল মুরশিদ,গাইবান্ধা প্রতিনিধিঃ  গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের উপনির্বাচনে যাচাই-বাচাই শেষে ৪ প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন জেলা নিবার্চন কর্মকর্তা। পরে এ আসনের ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। গতকাল রবিবার (১ মার্চ) দুপুরে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান জেলা নির্বাচন কার্যালয়ে ৪ প্রাথীদের মধ্যে প্রতীক বরাদ্দের চিঠি হস্তান্তর করেন তিনি। এ সময় নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি, ধানের শীষ প্রতীক পেয়েছে বিএনপির ডা. মঈনুল হাসান সাদিক, লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির মইনুর রাব্বি চৌধুরী, মশাল প্রতীক পেয়েছেন জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি। প্রতিক বরাদ্দের পরপরই প্রাথীরা নিজ নিজ দলের নেতাকর্মীসহ নির্বাচনি এলাকায় প্রচারণা শুরু করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর অসুস্থতাজনিত কারণে ক্ষমতাসীন দলের এমপি ডা. ইউনুস আলী সরকারের মুত্যুতে এ আসনটি শূন্য হয়।
আগামী ২১ মার্চ এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১১ হাজার ১০৮ জন, পুরুষ ২ লাখ ৭৪৬ জন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT