ঢাকা (সকাল ৭:৩৬) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


যাঁর আলোয় আলোকিত আজ সেলবরষসহ ধর্মপাশা উপজেলা বাসী

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock শুক্রবার দুপুর ০২:৪৪, ১১ ডিসেম্বর, ২০২০

ব্যাক্তিগত অর্জন,যখন সামাজিক অর্জনে পরিণত হয়,এবং সামজিক ও জাতীয় স্বার্থ রক্ষা করে,তখনই তাকে জাতীয় অর্জন বলা হয়।সেই অর্জনের গর্বিত ব্যাক্তি ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর এর কৃতি সন্তান হলেও,গর্ব শুধু সেলবরষের নয়, সুনামগঞ্জ জেলা তথা বৃহত্তর সিলেটেরও নয়,এ গর্ব গোটা জাতি তথা সমগ্র বাংলাদেশের।ছাত্রজীবন থেকেই যিনি প্রতিভার স্বাক্ষর রেখে এসেছেন শিক্ষাঙ্গনের প্রতিটি ধাপে ধাপে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের “গ্রন্থ কীট” নামে খ্যাত,এমবিবিএস ফলাফলে স্বর্ণ পদক প্রাপ্ত সেই মেধাবী,সেলবরষের কৃতি সন্তান,মুগ্ধা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ,ডাক্তার টিটু মিয়া,আজ বাংলাদেশের সেরা,ঢাকা মেডিকেল কলেজের গৌরবোজ্জল অধ্যক্ষ পদে অধিষ্টিত।তাঁর এই প্রস্ফুটিত মেধা আন্তার্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ুক।এ বিশ্ব হোক তাঁর আলোয় আলোকিত।বাংলাদেশ হোক গর্বিত।সেলবরষ আজ তাঁর আলোয় নতুন করে হলো আলোকিত।

সাদরে জানাই মোরা,স্বাগতম স্বাগতম,

তোমারে বরণ করি, এসো হে প্রিয়তম।

এভাবেই সেলবরষ সহ বিভিন্ন অঞ্চলের মানুষ তাঁরা তাদের ফেইসবুক আইডিতে থেকে প্রিয় মানুষ নবনিযুক্ত ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.টিটু মিয়াকে অভিনন্দন ও স্বাগতম জানিয়েছেন এ যেন তাদের আরেক ঈদ মনে হচ্ছে,ডা.টিটু মিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তাঁরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT