ঢাকা (সকাল ৬:২৮) রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মে দিবসে গৌরীপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য শোভাযাত্রা

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার বিকেল ০৫:০০, ১ মে, ২০২৫

মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে গৌরীপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রটি পৌর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল্লাহ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হযরত আলী।

বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মণ্ডল, গৌরীপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শামীম খান, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান সিরাজ, আব্দুল মোতালেব, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, গৌরীপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সাদেক আহমেদ, ইদ্রিস আলী, আব্দুল আজিজ, আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান আহম্মদ প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT