মেঘনা উপজেলায় মানবিক কাজে ব্যাপক প্রশংসিত “উদ্দীপ্ত তরুণ”
আরিফুল ইসলাম বৃহস্পতিবার রাত ০৯:৪১, ৪ জুন, ২০২০
করোনার মহামারীতে সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেঘনা উপজেলার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন “উদ্দীপ্ত তরুণ ”
করোনা ভাইরাস মোকাবেলায় সঙ্গগঠনের সদস্যগণ মানুষকে সচেতন করা, সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে উদ্ভুদ্ধ করা, কোয়ারেন্টাইন যথাযথ ভাবে পালন করার জন্য সচেতনতা তৈরী করা, করোনা মোকাবেলায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে সচেতন করা, পুরো মেঘনায় প্রশাসনের সহায়তায় জীবানুনাশক স্প্রে করা, মসজিদ গুলোতে হাত দোয়ার সাবান সরবরাহ, সচেতনতা মূলক পোস্টার, ফেস্টুন এর মাধ্যমে মানুষকে সর্বোচ্চ সচেতন করা, করোনা রোগীর বাড়িতে হরেক রকম ফল পৌঁছে দেয়াসহ প্রতিষ্ঠালগ্ন হতে হত-দরিদ্র পরিবারকে সহযোগীতা করা, শ্রমিক সংকটে বিনামূল্যে কৃষকের ধান কেটে দেয়া, ফোন কল পেয়ে দ্রুত অসহায় পরিবারের কাছে খাবার পৌঁছে দিচ্ছে তারা।
এছাড়াও অসহায় অসুস্থ রোগীদের ঔষধ কিনে দেয়া, উপজেলা পরিষদের বিভিন্ন কাজে সহযোগিতা করা, গরীব অসহায় পরিবারের কাছে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া, শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস নেয়া, ছিন্নমূল, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা।
সংগঠনটির উদ্যোক্তা রিসালাত মুন্সি জানানঃ করোনা পরিস্থিতিতে “উদ্দীপ্ত তরুণ” মেঘনার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে। তাছাড়াও, “উদ্দীপ্ত তরুণ” দেশের ক্রান্তিকালীন যেকোনো বিপর্যয়ে সামর্থ্যের সর্বোচ্চটুকু উজাড় করে দিতেও সংগঠনের সদস্যগণ বদ্ধ পরিকর।