ঢাকা (সকাল ১১:৪৮) সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মেঘনায় কুরআন অবমাননার দায়ে যুবক গ্রেপ্তার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:০৪, ৩ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের জয়নগর গ্রামে ফেসবুকে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে নারায়ণ দাস (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত নারায়ণ দাস ওই গ্রামের নওরেশ দাসের ছেলে।

 

জানা যায়, নারায়ণ দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর একটি পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এসআই সাইমুমের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সার্কেল স্যার আসছেন, তার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।” তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিষয়ে যেকোনো পোস্ট দেওয়ার আগে সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT