ঢাকা (বিকাল ৪:০০) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মেঘনায় অটোরিকশা চুরির দায়ে ৪ চোর গ্রেপ্তার

মো. ইব্রাহীম খলিল মোল্লা মো. ইব্রাহীম খলিল মোল্লা Clock সোমবার সন্ধ্যা ০৭:৫১, ১ জুলাই, ২০২৪

কুমিল্লার মেঘনা উপজেলায় চারজন চোরকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। সোমবার (১ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আসামিরা হলেন- ব্রাক্ষনচর নয়াগাও গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে খোকন (২৫), তারা মিয়ার ছেলে রুবেল (৩০), আবুল হোসেনের ছেলে রুবেল (২২), আলী আজমের ছেলে ফয়েজ রাব্বি পাপ্পু (২০)।

 

জানা যায়, গত (২৫ জুন) মঙ্গলবার ব্রাহ্মনচর নয়াগাঁও গ্রামের দ্বীন ইসলাম নামে এক ব্যক্তির গ্যারেজ থেকে অজ্ঞাত চোরেরা একটি অটোরিক্সা চুরি করে। পরদিন ভুক্তভোগী দ্বীন ইসলাম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নামে এজাহার করেন। এরই ধারাবাহিকতায় মেঘনা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে চোর সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

ভুক্তভোগী দ্বীন ইসলাম বলেন, আমি অটোরিক্সা চালিয়ে সংসার চালাই। আমার নিজ গ্রামস্থ ব্রাহ্মনচর নয়াগাঁওয়ে এতিম খানা ও মাদ্রাসার জায়গার পাশে আমি একটি গ্যারেজ তৈরী করি। আর সেখানে সারাদিন গাড়ি চালিয়ে নিয়মিত ভাবে সন্ধ্যা ৭টার দিকে অটোরিক্সাটি তালাবদ্ধ করে বাড়ীতে ফিরে যাই।পরদিন টিপ মারার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে সকালে গ্যারেজে গিয়ে দেখি চোরেরা তালা ভেঙে আমার অটোরিক্সাটি নিয়ে গেছে।

 

মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মেঘনায় অটোরিক্সা ও রিক্সার ব্যাটারি চোরের উপদ্রবটা অনেকটা বেড়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে চোর ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে অবশেষে এই চারজনকে ধরতে সক্ষম হয়েছি। এদের বিরুদ্ধে পূর্বেও অনেক অভিযোগ রয়েছে। আসামিদের চুরির মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে। আমরা ওদের রিমান্ডের আবেদন চেয়ে ওদের কাছ থেকে পুরো গ্যাংকে ধরার চেষ্টা করব।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT