ঢাকা (রাত ১০:১৪) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
শিরোনাম

মুখোশ – কবি: তোফায়েল আহমেদ

সমাজ সংস্কার : তোফায়েল আহমেদ সাগর
সমাজ সংস্কার : তোফায়েল আহমেদ সাগর



মুখোশ পড়া দেখতে কত ভদ্র লোক আছে
আড়ালে বিড়াল খেলা চলে,
ভেতরটা তাদের ময়লার গন্ধে কিলবিল করে
বেঈমান অমানুষ পশু যাদের বলে।

নিজের লাভ ছাড়া তারা কিছুই বুঝেনা চিনেনা
অন্যের ও দরিদ্রের খবর রাখেনা,
যেখানে কোন স্বার্থ মোহ লোভ নেই, সেখানে
তারা কখনোই থাকেনা।

মুখে নবীর সুন্নত দাঁড়ি, মাথায় টুপি,

গায়ে পাঞ্জাবি লোক দেখানো পড়ে নামাজ,
মানুষের আমানত খেয়ানত করে ছলচাতুরীতে
সমাজে তারা ধূর্তবাজ।

নিজের সন্তান নেশাখোর,কুপথগামী বড়াই করে
সাধারণে ভয় দেখায়,
পরের ধনের পোদ্দারী করে,চাঁদাবাজ বেহায়ারা
থাকে সমাজের লতায় পাতায়।

সুন্নতের অপমান,নামাজের অভিনয়,
মসজিদের হর্তাকর্তা,
আল্লাহ তাদের উঠাও হেদায়েতের নাও,
বদ মানুষরুপী অমানুষদের ছোবল থেকে মানুষের
মঙ্গলে সুন্দর সমাজ গড়ে দাও।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT