ঢাকা (রাত ১:৫৬) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মহেশখালীতে দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের সংর্ঘষে স্কুল ছাত্রীসহ আহত ৯

মহেশখালীতে দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের সংর্ঘষ
মহেশখালীতে দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের সংর্ঘষ

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার রাত ০২:২১, ২৯ মে, ২০২০

শফিউল আলম, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ মহেশখালীতে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষে এক স্কুল ছাত্রী সহ আহত হয়েছে কমপক্ষে ৯ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কুতুবজোমের তাজিয়াকাটা এলাকায় এই ঘটনার ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, তাজিয়াকাটা এলাকার রাজা বর গ্রুপ ও আপলা বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা চিংড়িঘের সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। আজ সকালে একটি খোলা জায়গা উভয় গ্রুপের কিছু যুবক জুয়া খেলাকে কেন্দ্র করে ঝগড়ায় জড়িয়ে পড়ে। পরে এই ঝগড়া থামাতে গিয়ে দুগ্রুপের মধ্যে দেশীয় তৈরীর লম্বা দা নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে ফলে মুহুর্তের মধ্যে এটি ভয়াবহ মামলায় রুপ নেয় এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়।

আহতের মধ্যে এক স্কুল ছাত্রীও রয়েছে। আহতরা হলেন, ফরিদ মিয়া, নছরত আলীর পুত্র,মোস্তাক মিয়া, নছরত আলীর পুত্রআবু বক্কর ছিদ্দিক, বদ মিয়ার পুত্র,বদ মিয়া, নছরত আলীর পুত্র,জোবাইর, আবুল কাসেমেরর পুত্র, মিজান, বদ মিয়ার পুত্র, শহিদুল্লাহ, ফরিদ মিয়ার পুত্র,ডলি আক্তার কুতুবজোম হাই স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী, মোস্তাক মিয়ার কন্যা। নুর আনকিজ বেগম, মফিজুর রহমানের স্ত্রী।

আহতরা জানান, স্খানীয় জাহাঙ্গির, রহিম মিয়া, কোরবান আলীসহ ২০ জনের একটি দল আমাদের উপর হামলা করে এতে আমাদের ঘরের মা বোন সহ অনেকেই আহত হয়েছে। জাহাঙ্গীর গ্রুপের অভিযোগ বদ মিয়ার ছেলেরা আমাদের উপর দা কিরিচ নিয়ে কোন কারন ছাড়া হামলা করেছে।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানোা হয়েছে জড়িতদের ধরতে পুলিশ মাঠে রয়েছে। এই পরিস্থির গ্রুপ মিলে মারামারি করা খুবই দুঃখ জনক, আমরা তাদের নিয়ন্ত্রনে কাজ করছি, পাশাপাশি আইন শৃংখলা ভঙ্গ করলে কঠিন ব্যবস্থা গ্রহন করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT