ঢাকা (রাত ৪:৪২) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার জেলা Source তথ্যসূত্রঃ https://www.kalerkantho.com/online/country-news/2022/10/01/1189110 ২৭০৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:৩৫, ১ অক্টোবর, ২০২২

কক্সবাজার সাগর পাড়ের সুগন্ধা পয়েন্টে আজ শনিবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এক অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। কউক সচিব (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাগর পাড়ের সুগন্ধা পয়েন্টে হাইকোর্টের বাতিলকৃত প্লটসমূহ অবৈধভাবে দখল করে গড়ে ওঠা চারটি হোটেল ও রেস্তোঁরা, একটি দোকান ও আটটি বাস কাউন্টার ভেঙে দেওয়া হয়।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার জানান, হাইকোর্ট কর্তৃক সরকারি প্লটসমূহ বাতিল করা হলেও প্লটগুলো দখলবাজরা অবৈধভাবে রেস্টুরেন্ট, বাস কাউন্টার ও বিভিন্ন দোকান গড়ে তোলে।

ফলে সরকারি জমি বেদখল হওয়ার পাশাপাশি কক্সবাজারে আগত পর্যটকসহ স্থানীয় জনসাধারণের চলাচলে সমস্যা হচ্ছে। তাই উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে সরকারি জমি দখল উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, কক্সবাজারকে একটি আধুনিক ও মনোরম শহর হিসেবে বাস্তবায়নের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিকল্পিত নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT