ঢাকা (সন্ধ্যা ৬:১২) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মহেশখালীতে ঐতিহাসিক শিব চতুর্দশী ও আদিনাথ মেলা শুরু

শফিউল আলম,কক্সবাজার শফিউল আলম,কক্সবাজার Clock সোমবার রাত ১১:১৭, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের শ্রী শ্রী শিব চতুর্দশী পুজা ও আদিনাথ মেলা অনুষ্ঠিত হয়েছে ৷ পূজা উপলক্ষ‍্যে সোমবার থেকে শিব দর্শন ও আদিনা মেলা ১০ দিন দিনব‍্যাপী পূজার আয়োজন করা হয়েছে।

আদিনাথ মেলাটি আনুমানিক দু’শ বছরেরও বেশী সময় থেকে মেলা নামে পরিচিতি লাভ করে। প্রতি বছর শিব চতুর্দর্শী পূজা ও মেলা উপলক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত নেপাল সহ কয়েকটি দেশের হাজারও পূজারী ও ভক্তবৃন্দ আসে, পাশাপাশি মেলা উপলক্ষ্যে নানান প্রান্তের পর্যটকরাও এসে জমায়েত হয়।

প্রতি বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদি দেব শিবের আর্শীবাদ লাভের আশায় হিন্দু বৌদ্ধ তথা সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন পূজা করে থাকে। এ বছর শিব চতুর্দশী পুজার মূল দর্শনের লগ্ন সোমবার রাত ২.০০ টা থেকে লগ্ন শুরু হবে।

আদিনাথ মন্দিরের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে ১০ দিনব‍্যাপী পূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অনেক তীর্থযাত্রী মন্দিরে অবস্থান করছেন। মন্দিরে আসা তীর্থযাত্রী, পূজারী, ভক্তবৃন্দ ও পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, আনসার মোতায়ন করা হয়েছে বলে জানা যায়।

শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা কমিটির সাধারণ সম্পাদক তপন দে বলেন, প্রতি বছরের ন‍্যায় এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। পূজারী ও ভক্তবৃন্দদের জন্য থাকার সু-ব‍্যবস্থা থাকবে।

মহেশখালী থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আবদুল হাই পিপিএম বলেন, আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ ও মহেশখালী থানা পুলিশের বিশেষ একটি টিম সর্বাক্ষণিক টহলের থাকবে ৷ আদিনাথ মেলায় আগত পূজারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ হতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT