মরহুম জারীফ আলী’র সমাধিতে তার মা টুম্পা
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা সোমবার দুপুর ০১:৪১, ১ ফেব্রুয়ারী, ২০২১
ড্যাফোডিল। একটি অভিমানী ফুলের নাম। ফুলটি রাতে ফোটে রাতেই ঝরে যায়। কেউ জানেনা ফুলটির কি এমন অভিমান! ড্যাফোডিল ফুলের মতো নিষ্পাপ শিশু জারিফ আলী‘র জীবনের কাব্য। এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় স্বপ্ল আয়ুর জীবন প্রদীপ নিভে যায় শিশু জারীফ আলীর।
মৃত্যুর স্বাদ প্রতিটি প্রাণীকেই আস্বাদন করতে হবে। একথা চির শাশ্বত। হয়তো বা জারীফ আলী‘র জীবনকালের সমাপ্তি রেখা এতোটুকুতেই সীমাবদ্ধ ছিলো। আর একথা মানতেই হবে যে মৃত্যু আল্লাহর ইশারায় হয়ে থাকে। কিন্তু এই মর্মান্তিক মৃত্যুর দু:স্বপ্নের কালরাত্রি‘র কথা আজো ভুলতে পারে নি তার বাবা–মা। স্মৃতি –বিজড়িত দিনগুলো সামনে এসে লণ্ডভণ্ড করে দেয় তাদের আগামীর দিনগুলো। তবুও মানতে হয়। মেনে নিতে হয়।
দাউদকান্দি –মেঘনার (কুমিল্লা–১) সাংসদ মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়ার দৌহিত্র ও দাউদকান্দি উপজেলা পরিষদ এর সুযোগ্য চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী‘র জৈষ্ঠ্য ছেলে জারীফ আলী‘র সমাধিতে গিয়ে দোয়া ও মুনাজাত করলেন তার মা রুহানি আমরীন টুম্পা।
তার গর্ভধারিণী মা ছেলের কবরের পাশে গিয়ে অঝর চোখের জলে কেঁদে বুক ভিজিয়ে মহান আল্লাহতালা‘লার কাছে ছেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। সেই সাথে দাউদকান্দি –মেঘনাবাসির কাছে ছেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া প্রার্থনা করেছেন তার মা রুহানি আমরীন টুম্পা।