ঢাকা (সকাল ৬:৪৪) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহ-৩ : নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে স্থগিত কেন্দ্রে ভোট আগামীকাল

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শুক্রবার রাত ০৯:০৭, ১২ জানুয়ারী, ২০২৪

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্থগিতকৃত ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দের নির্বাচন আগামীকাল (শনিবার) নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হবে।

গত ৭জানুয়ারি নির্বাচনে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের কারনে ভোট বাতিল ও স্থগিত রাখা হয় গৌরীপুর আসনের ফল।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম জানান, আগামীকাল শনিবার ওই স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। কেন্দ্রে লাগানো হয়েছে ১২টি সিসি ক্যামেরা। স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টীম রয়েছে ৩টি করে। এছাড়াও র‌্যাব, ডিবি, এপিবিএন ও বিজিবি মোতায়েন রয়েছে। এই কেন্দ্রে ভোট নিতে ১জন প্রিজাইডিং, ৭জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও ১৪ জন পোলিং অফিসার ময়মনসিংহ থেকে নিয়োগ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা যায়, ৭ জানুয়ারি ভোট চলাকালীন ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুবৃত্তরা ব্যালট ছিনিয়ে নেওয়া ভোট বাতিল হয়। এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩হাজার ১শ ৯৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২হাজার ২শ ১ ভোট। নৌকার প্রার্থী ৯৮৫ ভোটে এগিয়ে আছেন। বাতিল হওয়া কেন্দ্রের মোট ভোট ৩ হাজার ৩২ টি। যে কারনে ফলাফল ঘোষণা করা হয়নি।

ভালুকাপুর কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নেয়ার ঘটনায় সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন কাদের রুবেলসহ ১৫৪ জনের নামে মামলা করেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নরোত্তম চন্দ্র রায়।

শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ভালুকাপুর সরকারি স্কুলের সামনে র‌্যাব ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের সামনে ও ৭টি বুথে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।

 

গ্রামের বাসিন্দা মোঃ সাদেক মিয়া বলেন, আবারও ভোট গ্রহণ হবে বলে নৌকার প্রার্থী নিলুফার আনজুম ও স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা কর্মীরা প্রতিদিন ভোট চাইছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনবার ভোট চাইতে দুই প্রার্থীর পক্ষ থেকে কর্মীরা আসছেন।

চেয়ারম্যান সালাহউদ্দিন কাদের রুবেল সাংবাদিকদের বলেন, ব্যালট ছিনতাইয়ের অভিযোগে আমার নামে যে মামলা হয়েছে সেটি মিথ্যা মামলা। আমি এ মামলায় আদালত থেকে জামিনে মুক্ত আছি। ৭ জানুয়ারি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আগামীকালও আশা করি সুষ্ঠু নির্বাচন হবে।

এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান খান বলেন, এই কেন্দ্রে আগামীকালের ভোট খুব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রের ভোটের মধ্য দিয়ে নৌকার বিজয়ের জন্য আমরা মুখিয়ে আছি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT