ঢাকা (রাত ২:০২) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ময়মনসিংহে শুরু হয়েছে দুই দিনব্যাপী উদীচীর লোকসংস্কৃতি উৎসব

ময়মনসিংহে শুরু হয়েছে দুই দিনব্যাপী উদীচীর লোকসংস্কৃতি উৎসব

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock রবিবার সকাল ১০:২৮, ২৫ ডিসেম্বর, ২০২২

‘ফিরে চল মাটির টানে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যেগে দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় ময়মনসিংহের গোপালপুরে এ উৎসব শুরু হয়।

ময়মনসিংহে শুরু হয়েছে দুই দিনব্যাপী উদীচীর লোকসংস্কৃতি উৎসব

জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রখ্যাত বাউল মোঃ সিরাজ উদ্দিন খান পাঠান।

উদীচী ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সারোয়ার কামাল রবিনের সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব গোপালপুর শাখা সংসদের সভাপতি এমদাদুল হক মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত দে, সহ-সভাপতি আব্দুস সালাম রিপন, সাংগঠনিক সম্পাদক আরিফ নূর, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, জেলা উদীচীর সভাপতি ডাঃ প্রদীপ চন্দ্র কর, সাধারণ সম্পাদক যীষুতোষ তালুকদার, জিকেপি’র প্রতিষ্ঠাতা ড. সিরাজুল ইসলাম, চর ঈশ্বরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুর্শেদ আলম জাহাঙ্গীর, বিভাগীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, জামালপুর জেলার সাধারণ সম্পাদক সন্তোষ রাজভর, গোপালপুর শাখার সাধারণ সম্পাদক রাখিব আকন্দ প্রমুখ।

ময়মনসিংহে শুরু হয়েছে দুই দিনব্যাপী উদীচীর লোকসংস্কৃতি উৎসব

পরে উৎসবে ময়মনসিংহ জেলা উদীচী পরিবেশন করে লোক সঙ্গীত, নবনাট্য সংঘ শম্ভূগঞ্জ শাখার পরিবেশন করে গীতি নৃত্যালেখ্য, জামালপুর জেলা উদীচী পরিবেশন করে বিয়ের গীত, গোপালপুর শাখা পরিবেশন করে বাউল গান, চন্দ্রাবতীর কিচ্ছা পালা পরিবেশন করে কিশোরগঞ্জ জেলা উদীচী ও খোকন বয়াতী।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT