ঢাকা (বিকাল ৩:০১) বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মনুষ্যত্বের আহ্বান : কবিঃ তোফায়েল আহমেদ

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বৃহস্পতিবার রাত ০৯:১৫, ২৩ মে, ২০১৯

ক্ষণিকের মানব জীবন যাপনে জ্ঞান বিবেক
ইচ্ছার আহার ও কারবার,
সততা নিষ্ঠায় প্রার্থনায় করতে হয় নিজের
জীবনের উপকার।

উপকারে উপকার আসে নিশ্চয়ই অপকারে
সদা আসে সম অপকার,
তাই বুঝে শুনে করতে হয় যাপন চলন কথন
মানুষে মানুষে মঙ্গল ব্যহার।

আজ তোমার শরীরে শক্তি আছে পকেটে
অগনিত টাকা আছে মায়ার ভুবন,
পরশু নাও থাকতে পারে শক্তি,রস টাকা দেমাগ
অহংকার,চলে যাবে সুন্দর জীবন।

নিঃশ্বাসের বিশ্বাস নাই, ঘুমে তোমার নিঃশ্বাস
টানে কে! জানো!
বাঁচিবার কোন ক্ষমতা নেই কারো এক সেকেন্ড
কিসের এত বাহারী, কর্তার আইন মানো।

কোটি কোটি বছর আগের পৃথিবী মানুষ লালন
করছে জন্ম মৃত্যুর ধারাবাহিকতায়,
পেছনে তাকিয়ে দেখো আদি পুরুষ কেহই নেই
মিসে গেছে মাটির তলে হিসাবের কাঠগড়ায়।

রোজা রাখো নামাজ পড়ো সৎ বিনয় পথে চলো
যিকিরের প্রেম অন্তরায়,
রিযিকের মালিক এক আল্লাহ তিনি খাওয়াবেন
খাওয়ান,সাময়িক পরিক্ষার ধরায়।

পুরাতনের অবসান, নতুনের জয়গান যাওয়া
আসার এই দুনিয়ায়,
আপন ছাড়া কেহ নেই, থাকবেনা, একা আসা
একা যাওয়া,চলছে জীবনের বেলুনের হাওয়ায়।

ভালো হতে পয়সা লাগেনা,স্বর্গ নরক নিজের কর্ম
ধারায় বিরাজিত অবারিত ময়দানে,
চিনিলে আপন, ভালো ফসল কর সবাই রোপন
মনুষ্যত্বের আহ্বানে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT