ভোলায় ৮ কেজি হরিণের গোস্তসহ ২ যুবক আটক
কামরুজ্জামান শাহীন,ভোলা শনিবার রাত ০২:৩১, ১৬ জুলাই, ২০২২
ভোলার মনপুরায় ৮ কেজি হরিণের গোস্তসহ মো. আরিফ (২২) ও মো. শাকিল (২০) নামের ২ যুবক আটক করেছে স্থানীয় বনবিভাগ। পরে তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়ালের সংরক্ষিত বনাঞ্চল এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার (১৫ জুলাই) সকাল ১০টায় আটকৃতদের মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত মো. আরিফ ও মো. শাকিল উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দাসেরহাট গ্রামের বাসিন্দা।
পঁচাকোড়ালিয়া বনবিভাগের বিট কর্মকর্তা মো. আব্বাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরপিয়ালে বন বিভাগের সংরক্ষিত বনে অভিযান চালিয়ে জবাইকৃত ৮ কেজি হরিণের গোস্তসহ ২ হরিণ শিকারিকে আটক করা হয়। পরে আটককৃতদের মনপুরা বনবিভাগের রেঞ্জ অফিসে এনে মামলা দেওয়া হয়।
এই ব্যাপারে মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মঈনুল ইসলাম বলেন, শুক্রবার সকালে আটকৃত ২ শিকারির বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষন ও নিধন আইনে মামলা দায়ের করে আদালতের প্রেরণ করা হয়েছে।