ঢাকা (বিকাল ৫:২৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ভোলায় পুলিশের ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ০১:৩৬, ৯ জানুয়ারী, ২০২১

ভোলা জেলা পুলিশের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২১ ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৮ জানুয়ারী) সন্ধা সাড়ে ৭টায় ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্যাডমিন্টন প্রতিযোগিতা ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,খেলা ও অনুষ্ঠান পরিচলনায় করেন,ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এ সময় পুলিশ সুপার খেলোয়াড়দের উদ্দেশ্য বলেন সাহসের সঙ্গে লড়ে যাও। বিপক্ষ দল এবং নিজ দলের খেলোয়াড়দের সম্মান দেখাতে হবে। সবাই জয়ী হবে না কিন্তু তোমরা নিশ্চয়ই সবার হৃদয় জিতে নিতে পারো। হৃদয় জেতার সঙ্গে খেলায় হারজিতের সম্পর্ক নেই। পরাজয় তোমাকে শিখাবে কীভাবে আবার মাথা তুলে দাঁড়াতে হয়, সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। খেলোয়াড় সুলভ আচরন ও সু-শৃঙ্খলভাবে খেলা সম্পন্ন করায় তিনি খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানান।

জেলা পুলিশ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ’র ‘এ’ দল ও নায়েক শাহ মো. নকিব এর ’বি’ দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ’র ‘এ’ দল বিজয়ী হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

উল্লেখ্যঃ ভোলা জেলা পুলিশ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশগ্রহন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ডিআই ও-১ জেলা বিশেষ শাখা, ভোলা, আরআই পুলিশ লাইন্স, আরওআই, রিজার্ভ অফিস ভোলা সহ জেলা পুলিশ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT