ঢাকা (রাত ১২:১৫) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ভোলায় নারিকেল গাছ থেকে বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock মঙ্গলবার রাত ১০:৫৭, ২ ফেব্রুয়ারী, ২০২১

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার এলাকা থেকে বন বিভাগের কর্মকর্তারা একটি বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার করেছেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সকালে চরমানিকা ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডের (করিম পাড়া) এলাকার মো. রফিকুল ইসলাম মাষ্টারের বাড়ীর নারিকেল গাছ থেকে এই মেছো বাঘটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা ও বন বিভাগের কর্মকর্তারা জানান, বন থেকে বাঘের বাচ্চাটি লোকালয়ে আসলে কুকুরের তাড়া খেয়ে বাঘের বাচ্চটি নারিকেল গাছে উঠে ডগায় আটকে যায়। এই সময় বাঘটিকে দেখতে সেখানে শত শত উৎসুক জনতা ভিড় করেন।

পরে স্থানীয়রা বন বিভাগের লোকজনকে খবর দিলে চরমানিকা ইউনিয়ন বন বিভাগের কর্মকর্তা এসে বাঘটিকে উদ্ধার করেন।

বন কর্মকর্তা বলেন, বাঘটি আঘাত পেয়েছে কিনা পরীক্ষা করে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হবে।

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT