ঢাকা (সকাল ৯:৩৪) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলার দৌলতখানে সেমাই তৈরীর কারখানায় জরিমানা

ভোলা জেলা ২১৩১ বার পঠিত

কামরুজ্জামান শাহীন কামরুজ্জামান শাহীন Clock শুক্রবার বিকেল ০৫:৫৭, ২২ মার্চ, ২০২৪

ভোলার দৌলতখানে অপরিচ্ছন্ন পরিবেশ উৎপাদন ও নকল মোড়কে পণ্য বাজারজাত করায় একটি সেমাই কারখানার জরিমানা করেছে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে ভোলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গুড এগ্রো নামে ওই সেমাই কারখানার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দৌলতখান উপজেলার জয়নগর এলাকার মো. সোহেলের মালিকাধিন গুড এগ্রো সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি ও নকল মোড়ক বাজারজাত করায় ওই প্রতিষ্ঠানের মালিকের ২২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন জনস্বাস্থে এ অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT