ঢাকা (দুপুর ২:৪৭) বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভেজাল জুস বিক্রি : গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতে ২২ হাজার টাকা জরিমানা

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার রাত ১০:১৪, ১৪ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে অনুমোদনহীন ভেজাল জুস বিক্রির দায়ে এক দোকানীকে ২০ হাজার টাকা ও লাইসেন্সবিহীন লড়িকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা এ অভিযার পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে গাগলা এলাকার মা বাবার দোয়া এন্টারপ্রাইজ এর দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় দোকানে ও গুদামে প্রচুর পরিমানে অনুমোদনহীন ড্রিংক জুস, ম্যাংগু জুস পাওয়া যায়। অনুমোদনহীন ভেজাল জুস বিক্রি ও রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মা বাবার দোয়া এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী মো খোকন মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন কারাদন্ডের আদেশ দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। পরে লাইসেন্সবিহীন ইটভাটার একটি লড়িকে ২হাজার টাকা জরিমানা করে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT