ভালোবাসার চরিত্র : কবি তোফায়েল আহমেদ
আরিফুল ইসলাম বুধবার রাত ১১:৪৮, ১৯ জুন, ২০১৯
প্রথম দেখায় ভালোবাসা না হলে
পরে আর হয়না,
যত চেষ্টাই করা হোক না কেন!
এক হাতে তালি বাজেনা।
প্রকৃতির মত নিঃস্বার্থ ভালোবাসা
প্রথম দেখাতেই হয়,
চোখের মায়া নেশা রশিতে টেনে
হৃদয়কে করে জয়।
আহা কি পুলকিত মরণ ব্যঞ্জনায়
চন্দ্র উদিত হয়,
আলোকিত হয় মনের অলিগলি
চঞ্চল অনুভূতিময়।
দেখা থেকে উৎসাহ উদ্দীপনা
প্রেরণার পিরিতে,
ভালোলাগা আরবার আপনে
গোপনের দেখাতে।
চোখের ভাষা ও মনের ভাষা
মিশে একাকার,
চলন দেখা মধুময় কথনে আঁকা
জীবন চমৎকার।
আগে ভালোবাসা সূচনা বর্ণনা
মনের মানুষে,
পরে রসায়ন প্রেম কাব্য রচনা
বাসর পরশে।
আগে কলি খোঁজে তার মূল
আঁচলে প্যাঁচিয়ে ভ্রমর দোল,
পরে ফুটায় পাতার আড়ালে
জীবনের স্নিগ্ধ আশার ফুল।
স্বভাব জীবন সঙ্গত অভাবে
পড়ে, ভালোবাসা করে,
ভেঙ্গে যায় তীর ঢেউয়ের গর্জন
আঘাতে, অনুতাপে ঝরে।
জীবন থেমে নেই চলছে নদীর
মত,বর্তমানের স্রোতে,
ছায়াছবির অভিনয় করে যাপন,
অন্য আরেকজনের সাথে।
শেখরে প্রথম ভালোবাসা কথা
বলে,উঁকি দেয় স্বপ্ন, নিশিতে,
রক্তাক্ত অনুভূতি আজীবন চলে
ভালোবাসার সিড়িঁতে।