বড়লেখা উপজেলায় ধানের বাম্পার ফলন
নিজস্ব প্রতিনিধি শুক্রবার বিকেল ০৪:৫২, ১ নভেম্বর, ২০১৯
মোঃ ইবাদুর রহমান জাকির, বড়লেখাঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ভিন্ন এলাকার মাঠে বাম্পার ধানের ফলন।
শাহবাজপুর (আতুয়া, করমপুর, পাবিজুরিপার, নান্দুয়া, চরগ্রাম, বোয়ালী), নিজবাহাদুর পুরঃ (চরিয়া, পকুয়া, আদমপুর, মাইজগ্রাম) দক্ষিন শাহবাজপুরঃ (মোহাম্মদনগর, গ্রামতলা, মুড়াউল, সুজাউল, বিছরাবন্দ, ভবানীপুর, উজানী পাড়া, সুড়িকান্দি, কানগো, হাল্লা, টেকাহালী, বর্ণী, আজিমগন্জ, দক্ষিণ ভাগ, কাঠালতলী, ডিমাই, কাশেম নগর) এলাকা ঘুরে দেখা যায় প্রতিটি এলাকার জমিতে বাম্পার ধানের ফলন হয়েছে। কৃষকরা যে সব জাতের ধান রোপন করেছে (ইরি২৯, রঞ্জিত, বাদাল, ইরি বাইস, বিরইন, ইরি৫২-সহ নানা) বর্তমানে ধান গাছ মুকুল দিয়েছে, আতুয়া এলাকার একজন কৃষক হোসেন আহমদ বলেন আবহাওয়া অনুকূলে থাকায় ও আল্লাহ রহমত স্বরপ সময় সময় এই বছর বৃষ্টি দেওয়ায় বড় ধরনের ধানে কোন রোগ বালাই না থাকায় আমরা ধানের ভালো ফলন আশা করছি। হাকালুকি হাওর অঞ্চলের একজন কৃষক মঞ্জল আহমদ কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, উপরের জমির চাইতে নিম্মাঞ্চলের জমির ফলন ভালো হয়েছে, এই বছর বড় ধরনের বন্যা না আসায় ও পাহাড়িঢল নেমে না আসায় ও প্রাকৃতিক বিপর্যয় পোঁকা মাকড় না ধরায় ভালো ফলন আমাদের মুখে হাসি।