বড়লেখায় ২৫টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংঘটনকে সম্মাননা প্রদান
মোঃইবাদুর রহমান জাকির রবিবার রাত ০১:০২, ৭ নভেম্বর, ২০২১
মৌলভীবাজার বড়লেখা উপজেলাস্থ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংঘটনের প্রতিনিধিদের নিয়ে গঠিত বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরামের ব্যবস্থাপনায় ও পর্তুগাল প্রবাসী বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরামের সমন্বয়ক আব্দুল হামিদের অর্থায়নে কোভিড-১৯ করোনা মহামারীতে বড়লেখা উপজেলার যে সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক ও সামাজিক কাজে অংশগ্রহণ করেছেন,তাদেরকে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে কৃতজ্ঞতা স্বরুপ ৫ই নভেম্বর (শুক্রবার) বিকেল ৩ ঘটিকার সময় বড়লেখা উপজেলা হলরুমে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী’র সভাপতিত্বে ও বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরামের সমন্বয়ক গুলজার হুোসেন হাসান ও আমিনুল বাবলুর যৌথ সঞ্চালনায় এক অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে সমাজকর্মী সমন্বয়ক ফোরাম কতৃক স্বেচ্ছাসেবী সংঘটনদের সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ব্যক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ.
তিনি বলেন, করোনা কালে বড়লেখার যতো সেচ্ছাসেবী সংগঠন করোনায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে এসে হাসপাতালে ভর্তি করছেন,খাদ্য দিয়ে সহায়তা করছেন,পরিবার আত্মীয়-স্বজনের খবর নিয়েছেন,এই মানবিক কাজগুলোতে আমি খুব গর্বিত। বড়লেখার মানুষের ভেতরে যে মহৎ গুণাবলি আছে এটাই তার বাস্তব প্রমাণ।
বিশেষ অতিথি হিসাবে ব্যক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ,বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরামের প্রধান সমন্বয়ক মাস্টার জাকির হোসেন।
অনুষ্ঠানে বড়লেখা উপজেলার ২৫টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংঘটনের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত অনুষ্ঠানের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে স্বাগত বক্তব্য রাখেন মোঃ গোলজার হোসেন হাসান, সমাপনী ব্যক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।