বড়লেখায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনাঃদুই জনের সাজা
ইবাদুর রহমান জাকের,সিলেট বৃহস্পতিবার রাত ১০:৫৫, ২৪ সেপ্টেম্বর, ২০২০
মৌলভীবাজারের বড়লেখায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বারইগ্রাম এলাকায় উপজেলা নির্বাহী অফিসার,বড়লেখা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান আজ ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় এক মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় গাজা কেনাবেচা অবস্থায় দুজন কে হাতেনাতে গ্রেফতার করে সাজা দেয়া হয়েছে।
বড়লেখা থানার এস আই শরিফ উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশ মোবাইল কোর্টকে সহায়তা করেন। মোবাইল কোর্টের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ তে একজনকে ০৯ মাসের এবং একজনকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে যাচ্ছেন।