ঢাকা (সকাল ৮:৪২) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বড়লেখায় উন্মুক্ত ওয়ার্ড সভা ও শীতকালীন সবজি বিতরণ অনুষ্টিত

ইবাদুর রহমান জাকির,সিলেট ইবাদুর রহমান জাকির,সিলেট Clock শুক্রবার বেলা ১২:৩২, ৬ নভেম্বর, ২০২০

মৌলভী বাজারের বড়লেখায় উন্মুক্ত ওয়ার্ড সভা ও শীতকালীন সবজি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৭নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা ও শীতকালীন সবজি বীজ বিতরণ অনুষ্ঠান আজ কেছরিগুল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ ফয়জুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার নির্বাহী অফিসার মোঃ শামীম আল ইমরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, জনস্বাস্থের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মঈন উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার সোনারা আক্তার সুমি।

ওয়ার্ড সভায় ইউনিয়ন পরিষদ থেকে বিগত সময় যেসব উন্নয়নমূলক কাজ করা হয়েছে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যেসব সেবা দেয়া হয়েছে তা উপস্থিত নাগরিকদের সামনে তোলে ধরা হয় এবং ইউনিয়ন পরিষদের আগামীদিনের কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য জনগণের মতামত গ্রহণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT