বড়লেখায় হানাদারমুক্ত দিবস পালন
ইবাদুর রহমান জাকির,সিলেট রবিবার সন্ধ্যা ০৭:০৬, ৬ ডিসেম্বর, ২০২০
মৌলভীবাজারের বড়লেখাইয় হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বড়লেখা প্রেসক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
রোববার (০৬ ডিসেম্বর) বেলা ১২টায় বড়লেখা পৌরশহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল খালিক, এখলাছুর রহমান, আইনজীবী মুক্তিযোদ্ধা মাখন লাল দাস, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, মুক্তিযোদ্ধা সন্তান প্রভাষক সফিউল আলম, সাবলু মিয়া, আব্দুস শুক্কুর, সামছুল ইসলাম রিফাত প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘৬ ডিসেম্বর বড়লেখার ইতিহাসে একটি স্মরণীয় দিন। এদিন বড়লেখা থানা এলাকা সম্পূর্ণ শত্রুমুক্ত হয়েছিল। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকহানাদার বাহিনী বড়লেখা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন করতে হবে।’