“ব্লাড ফর রংপুর” পীরগাছা শাখা কর্তৃক কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ
মোঃ কামরুজ্জামান বুধবার বিকেল ০৪:২৪, ২৯ এপ্রিল, ২০২০
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে গোটা বিশ আজ স্থবির। থেমে গেছে মানুষের কোলাহলপূর্ণ জীবন। কমে গেছে মানুষের নিত্যদিনের উপার্জন। এই করোনাভাইরাসের কারণে মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। সরকার প্রতিনিয়ত এই কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে।
সরকারি ত্রাণের পাশাপাশি অনেকে বেসরকারি, কোম্পানি, এনজিও ও ব্যক্তিগতভাবে ত্রাণ দিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় রংপুরের পীরগাছায় ‘ব্লাড ফর রংপুর’ পীরগাছা উপজেলা শাখা কর্তৃক কর্মহীন ও গরিব অসহায়দের মাঝে গত শনিবার খাদ্য সামগ্রি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. জোবায়ের আলী সুমন, যোগাযোগ বিষয়ক সম্পাদক সুরঞ্জিত কুমার, সদস্য মোকছেদুল রহমার বাবু, মামুনুর রশিদ, সজীব, শাওন রাহা ও পীরগাছা মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মেরাজুল ইসলাম। পরে দুস্থদের মাঝে চাল, ডাল, তৈল, আলু, লবণ, সাবান সহ শুকনো খাবার বিতরণ করা হয়।
‘ব্লাড ফর রংপুর’ পীরগাছা শাখায় যারা শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছেন তাদের জন্য উপজেলার বিভিন্ন সংগঠন মঙ্গল কামনা করেন।