ঢাকা (রাত ৮:২৯) সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ব্যথার সমাহার : কবি তোফায়েল আহমেদ

বাংলা সাহিত্য ২১২৩৭ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock মঙ্গলবার বিকেল ০৫:০৩, ৯ জুলাই, ২০১৯

হৃদয়ের সুরের তার একবার ছিড়ে গেলে উদাস লগ্ন,বাজেনা আর বেহালা,
ঝরে যায় তিক্তে অনেক তাজা রক্ত কনিকা
আজীবন চলে অবহেলা।

তার -বিনা সুর বাজেনা শূণ্য হতাশ সব আশা
বিচ্ছেদের জাগ্রত ভাষা,
শূণ্য হৃদয় সাহারাতে ,নবায়নের সুর বাজেনা
খেলে পুরাতনের পাশা।

নতুন সুর বাজাতে, সুরের জাত একজনাকে
লাখার ঘর সংসারী বানাতে হয়,
একটার পর একটা সুরের তার হৃদয়ে বাঁধে
ছিন্ন করে সঙ্গত বিদ্রোহী পরাজয়।

আরবার, কত বার চেষ্টা করে ধূর্ত বর্তমানকে
ভেতরে সৌখিনে বাজাতে,
অতীত এসে শাসনী ধমক দেয়, নতুন সুরকে
লালিত হৃদয় থেকে পালাতে।

অভিজ্ঞতার সুরেই কথা বলে সে তার পলাতক
ভিন্ন ডালের সংসারে গিয়ে,
কখনো মনে থাকেনা অতীতের ঐ বর্তমানকে
শত ব্যস্ততা আনন্দের ভীড়ে।

যাপনের তীরে পুরানো হারানো তারের ধ্বনি
হৃদয় বাবু হয়রান খুঁজে,
নিরবে মনকে বুঝায় বিনীত কোমল আবেশে
অথচ,সে নাহি কথা বুঝে।

কত অবুঝ মন পাগলা ঘোড়ার সম ক্ষেপে যায়
জীবনের সাথে হারানোকে ফিরে পেতে ছন্দে,
সে-তো আর আসেনা বাস্তবের বাঁধনে অনুভূতি
দাবানলে গড়িয়ে কাঁদে ব্যঞ্জিত পিপাসার দন্ধে।

সাময়িক জীবন মরমিয়ার ময়দানে মায়াহীনে
তৃষ্ণায় কাতর ও বিমূঢ় থাকে,
হৃদয় প্রিয়া ভিন্ন হৃদয়ে ভালোবাসার বাজানো
সুরের চাষ করে অচেনার বাঁকে।

অবাক জীবন এভাবেই কিছু দিন রক্তাক্ত চলনের
জন্য বন্দির মত জগতে আসে,
কেহ হাসছে উপচে পড়ে,রসায়ন বিলাস মত্তে কেহ
ধুঁকে ধুঁকে বিষাক্ত চেতনায় ভাসে।

জীবনতো নয়, যেন ব্যথার সমাহার, আজীবনের
অক্ষয় মরমি গানের সুর,
ব্যথার উপর ব্যথার নৃত্য,পাথর বক্ষ,অব্যয় ব্যর্থতা
ভালোবাসার জীবন বহুদূর।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT