বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদী মার্চ’ কর্মসূচী পালন
ওবায়দুর রহমান বৃহস্পতিবার রাত ০৮:২৫, ৫ সেপ্টেম্বর, ২০২৪
ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী সরকার পতনের এক মাস পূর্ণ হওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পালন করেছে ‘শহীদী মার্চ’ কর্মসূচী।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কর্মসূচীটি পালন করেছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে উপজেলার কলতাপাড়া বাজারে।
কর্মসূচীর অংশ হিসেবে একটি মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। পরে মিছিলটি কলতাপাড়া বাজার প্রদক্ষিণ করে বাজারের শহীদ মিনার চত্বরে এসে সমাবেশ করে। এ সময় ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের শ্লোগান দেয়।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মোজাম্মেল হক, শামসুজ্জামান দুর্জয়, রিদওয়ানুল ইসলাম ফাহাদ, রাজন আহমেদ, ফাহাদ হাসান, মেহেদি হাসান টুটুল, অনিক মজুমদার শুভ, মেহেদি হাসান তুষার, বিল্লাল হোসেন, শিমুল হাসান, অর্পিতা কবীর এ্যানি প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, দীর্ঘ প্রায় দেড় মাস ধরে সাধারণ ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আমরা দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছি ও নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আমাদের এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে শহীদ ছাত্র-জনতার রক্ত লেগে আছে। আমাদের আহ্বান থাকবে যে লক্ষ্য ও উদ্দেশ নিয়ে আমরা দেশটাকে স্বৈরাচারমুক্ত করেছি সেই লক্ষ্যে আমাদের সবাইকে সুন্দরভাবে দেশ পুর্ণগঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। যেখানেই অন্যায়-অত্যাচার দেখবো সেখানেই শহীদ ভাইদের রক্তের কথা চিন্তা করে সেই অনাচারকে রুখে দেবো।