ঢাকা (রাত ২:৩৯) রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের পায়ে হেঁটে পঁয়ত্রিশ কিলোমিটার পথ পাড়ি

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock সোমবার বিকেল ০৫:১১, ১৮ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের রিফাত জামিল রিয়াদ, তিনি বাদশাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মাটিকাটা গ্রামের মোঃ আলী আকবরের ছেলে ও সেলবরষ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ এর ভাতিজা। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র।

গতকাল ১৭ই জানুয়ারি বেলা ১১:৪৭ মিনিটে তার বাড়ি থেকে বের হয়ে রাত ৭:১০ এ নেত্রকোণা সদরের বাংলাবাজার এসে পৌছান। এর আগে ৩৫ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়ে এসেছেন।

মোহনগঞ্জ রেলস্টেশন এলাকার হানিফ ও শোভনসহ তার কয়েকজন বন্ধু তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তারপর তার সাথে প্রায় ১ কিলোমিটার পথের সাথী হয়ে ছিলেন।

এ উদ্যোগ নিয়ে রিফাত জামিল রিয়াদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ইচ্ছে আছে অনেক পথ হাইকিং(হাঁটা) করে দেশের বিভিন্ন জেলার সুন্দর সুন্দর নিদর্শন অবলোকন করার এতে আমার নিজের ধৈর্য বাড়বে এবং সাধারণ মানুষের থেকে অনেক কিছু শেখার আছে ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT