ঢাকা (বিকাল ৩:৪৯) বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়, স্বীকারোক্তি পলকের Meghna News মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে বিব্রত করছে আ.লীগ Meghna News বিজয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিজয় মিছিল Meghna News বিএমএসএফের বর্ষসেরা সাংবাদিক সম্মাননা পাচ্ছেন গৌরীপুরের ১০ সাংবাদিক Meghna News গৌরীপুরে ইউএনও’র বিদায় সংবর্ধনা Meghna News গৌরীপুরে শ্রমিকদল সভাপতি স্বপদে বহাল হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ Meghna News লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান Meghna News চাঁপাইনবাবগঞ্জে কিশোর অপরাধী চক্রের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২, আহত ২ Meghna News গৌরীপুরে দিনব্যাপী চড়ুইভাতি ও গ্রামীণ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত Meghna News ড. মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে দাউদকান্দি পৌর ছাত্রদল

Join Bangladesh Navy


বিদ্যালয়ের বারান্দায় বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রান গেলো শিক্ষার্থীর

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock রবিবার সন্ধ্যা ০৬:৫৭, ১৫ মে, ২০২২

গাইবান্ধার সাঘাটায় বিদ্যালয়ের বারান্দায় বিদ্যুতের তারে জড়িয়ে নিরব ইসলাম নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শনিবার কালপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে গিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে।

নিরব বোনারপাড়া ইউনিয়নের কালপানি গ্রামের ভ্যানচালক জহুরুল ইসলামের ছেলে। সে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানান, আগে থেকে বিদ্যালয়ের টিনশেড ঘরের বারান্দায় বিদ্যুতের সংযোগ তারের একটি অংশে লিকেজ ছিল। ঐদিন সন্ধায় মাঠে খেলাধুলার সময় ঘরের বারান্দায় উঠে। তখন ওই ঘরের চালে হাত দেওয়ার সাথেই বিদ্যুতায়িত হয়ে নিরবের মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করে আরোও বলেন, প্রধান শিক্ষক কিছুদিন ধরে স্কুল মাঠে শিক্ষার্থীদের খেলাধুলা করতে নিষেধ করে আসছিলেন। কিন্তু এরপরও শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করছিল। খেলাধুলা বন্ধে প্রধান শিক্ষক পরিকল্পিতভাবে বিদ্যুতের তার ঝুলন্ত রাখেন। এ কারণে বিদ্যুতায়িত হয়ে নিরবের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের।

বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরির্দশন করেছেন। বৈদ্যুতিক তারটি কেউ ইচ্ছাকৃতভাবে দিয়ে রেখেছে কি-না সেই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

এই বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাকিকে বাড়িতে খোঁজ করেও পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরে কয়েকবার কল করা হলেও রিসিভ করে তার স্ত্রী জানান তিনি বাড়িতে নাই।

এ ব্যাপারে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ রাকিব হাসান জানান, শিশুটির লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য গাইবান্ধার সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT