ঢাকা (রাত ১১:২৪) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বর্ণাঢ্য আয়োজনে উলিপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শুক্রবার বেলা ১২:৩২, ৮ জানুয়ারী, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে উলিপুর প্রেস ক্লাবের ৩ দিন ব্যাপী ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।গত বুুধবার (৬ জানুয়ারি) শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার মধ্যদিয়ে অনুষ্ঠান শুভ উদ্বোধন হয়।

শুক্রবার (৮ জানুয়ারি) সমাপনী দিনে সকালে কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ও সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের আহ্বায়ক আনিছুর মিয়াজী,যুগ্ন-আহ্বায়ক আমিনুল ইসলাম বিটু।পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচী অনুসারে সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক আনিছুর মিয়াজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ২৭ কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন,বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,উপজেলা নির্বাহী অফিসার নূর -এ -জান্নাত রুমি,উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত থাকবেন।

উল্লেখ্য,সন্ধ্যায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুুুুরস্ককার বিতরণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT