ঢাকা (রাত ১১:০৪) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার দুপুর ০২:৩৪, ৮ ডিসেম্বর, ২০২০

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় রিপোর্টার্স ক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গৌরীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে ক্লাব অফিসে আনন্দঘণ পরিবেশে কেক কাটা অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার। সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ার‌্যামন মোফাজ্জল হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ও অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক আজম জহিরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পৌরসভার কাউন্সিলর আঃ কাদির, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও উপাধ্যাক্ষ এমদাদুল হক, স্বজনের সাংস্কৃতিক সম্পাদক আমিরুল মোমেনীনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও রিপোটার্স ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT