বরিশাল বিশ্ববিদ্যালয়ে এস এম সুলতান স্মরণে চিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ১০:৪৯, ২১ অক্টোবর, ২০১৯
জনি মোল্লা, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এস এম সুলতান স্মরণে চিত্র প্রদর্শনীর আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিক। কালো কাপড়ের গ্যালারিতে শিক্ষার্থীদের আঁকা ছবিগুলো প্রদর্শন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পদাতিকের সদস্য শুভ দীপ বলেন এস এম সুলতান ছিলেন বিশ্ববিখ্যাত চিত্র শিল্পী,সুর সাধক ও বংশীবাদক।কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯৮২ সালে তাকে এশিয়ার ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করে। এবার অল্প পরিসরে করলেও আগামীতে বড় পরিসরে এস এম সুলতান স্মরণে চিত্র প্রদর্শনী করা হবে।
শেখ মোহাম্মদ সুলতান, (১০ আগস্ট ১৯২৩ – ১০ অক্টোবর ১৯৯৪) যিনি এস এম সুলতান নামে সমধিক পরিচিত, ছিলেন একজন বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী।তার জীবনের মূল সুর-ছন্দ খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ জীবন, কৃষক এবং কৃষিকাজের মধ্যে। তার ছবিতে গ্রামীণ জীবনের পরিপূর্ণতা, প্রাণপ্রাচুর্যের পাশাপাশি শ্রেণির দ্বন্দ্ব এবং গ্রামীণ অর্থনীতির হালও অনেকটা ফুটে উঠেছে।
এস এম সুলতান ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের কাছ থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার সহ বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়।