ঢাকা (রাত ১০:৪৮) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ববি’র কলা ও মানবিক অনুষদের ডিন হলেন অধ্যাপক তানভীর

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার সন্ধ্যা ০৭:১৩, ১১ ডিসেম্বর, ২০২৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ঐ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়ছার।

তিনি সদ্য সাবেক ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন এর স্থলাভিষিক্ত হবেন। আজ সোমবার (১১ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। যোগদানের পর পরবর্তী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত শিক্ষক-কে ছকের বর্ণনা মোতাবেক পরবর্তী দুই (০২) বছরের জন্য দায়িত্ব প্রদান করা হলো।”

যেসকল নিয়োগ, সিলেকশন বোর্ড ও কমিটিতে কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মো.মুহসিন উদ্দীন সদস্য হিসেবে আছেন সেকল নিয়োগ, সিলেকশন বোর্ড ও কমিটিতে অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়ছার আজ সোমবার( ১১ ডিসেম্বর) থেকে স্থলাভিষিক্ত হবেন এবং দায়িত্ব বুঝে নিবেন।

এদিকে অধ্যাপক তানভীর কায়ছার বিশ্ববিদ্যালয়ের এমন সম্মানজনক পদে আসীন হওয়ায় তাঁর সকল বন্ধুমহল, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থীরা অভিনন্দন তাঁকে জানিয়েছেন বলে জানা গেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT